পৌর নির্বাহী কর্মকর্তা
সেবা সমূহঃ
১। পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের সমন্বয় ।
২। পৌরসভার নিবন্ধিত ঠিকাদারদের লাইসেন্স প্রদান ।
৩। ঠিকাদারদের বিল তদারকি ।
৪। পৌর পরিষদ সমন্বয় ।
প্রশাসনিক কর্মকর্তা
সেবা সমুহঃ
১। পৌরসভার মাসিক সভার কার্য বিবরনী প্রস্তুত ।
২। পৌরসভার নথি সংরক্ষন ।
৩। পৌরসভার আওতাধীন হ্যালো বাইক/ ইজি বাইকের লাইসেন্স প্রদান ।
৪। পৌরসভার তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন ।
উচ্চমান সহকারী
সেবা সমুহঃ
১। হাট বাজারের ইজারা কার্যক্রম সম্পন্ন করন ।
২। ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম
৩। বিভিন্ন ভাতা প্রদান ।
৪। ওয়ারিশন সনদ প্রধান ।
৫। বিভদ ও প্রত্যয়ন প্রদান ।
৬। বিচারিক অভিযোগ গ্রহণ ও বিচারিক কার্যক্রম ।
৭। টি.আর কাবিখা সেবা ।
৮। প্রশাসনিক বিভাগের বিভিন্ন কার্যক্রম ।
৯। বিভিন্ন দিবস উৎযাপন কার্যক্রম সম্পন্ন ।
১০ । নাগরিকের অন্যান্য সেবা ।
হিসাব রক্ষক
সেবা সমুহঃ
১। সিংগাইর পৌরসভার বাজেট প্রনয়ন ।
২। পৌরসভার বিভিন্ন বিল প্রদান ।
৩। পৌরসভার ক্যাশবুক নিয়ত্রন ।
৪। পৌরসভার সকল খরচের ভাউচার সংরক্ষন ।
৫। পৌরসভার সকল আয় ব্যয় এর হিসাব সংরক্ষন ।
৬। পৌরসভার বিভিন্ন বরাদ্দ ব্যাংক হিসেবে জমাকরন ও পরিচালনা ।