mayor singair

ভিশন

“২০২৮ সালের মধ্যে সিংগাইর পৌরসভা-কে গ্রিনসিটি করার লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃপ্রনালী এবং রাস্তা অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে সুদুর পরিকল্পনা হাতে নিয়েছি এবং স্মার্ট সিটি হিসেবে পরিণত করা হবে”

 

মিশন

১। স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করে মানুষের দৌর গোরায় পৌছিয়ে দিবো ।

২। পৌরবাসীর জন্যে শতভাগ সুপেয় পানির ব্যবস্থা গ্রহন করবো ।

৩। সমগ্র পৌবাসীর জন্যে সেনিটেশন ব্যবস্থা সু-নিশ্চিত করবো এবং জলাবদ্ধতা দূরীকরণ এর উদ্ধোগ গ্রহন করবো ।

৪। রাস্তার অবকাঠামো উন্নয়ন মেরামত সমগ্র পৌর এলাকার মধ্যে ১০০(একশত) ভাগ নিশ্চিত করবো ।

৫। সিংগাইর পৌরসভাকে গ্রিন সিটিতে পরিণত করবো ।

৬। সিংগাইর পৌরবাসীর প্রতিটা ঘরে ঘরে পৌরসেবা পৌঁছে দেবার উদ্ধোগ গ্রহন করবো ।

৭। পৌরবাসীর সকল উন্নয়ন পরিকল্পনা জনগণের সম্পৃক্ততা ১০০ ভাগ সু-নিশ্চিত করবো ।

৮। পৌরসভার সকল সেবা ডিজিটালাইজড করবো ।

৯। পৌরসভার মধ্যে মাদক সেবন সম্পূর্ণরুপে নির্মুল করবো ।

১০। পৌরসভার সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালনা করবো ।

১১। পৌরসভার পয়ঃপ্রনালী ব্যবস্থাকে উন্নতি করার লক্ষ্যে ড্রাম্পিং স্টেশন করা হবে যেখানে পৌরসভার ময়লা আবর্জনা থেকে জৈব সার তৈরী করা হবে ।

১২। পৌরসভার আয় বাড়ানোর লক্ষ্যে পৌর সিটি মার্কেট নির্মান করা হবে ।

১৩। সিংগাইর পৌরসভার পৌর অডিটোরিয়াম ভবন নির্মান করা হবে ।

১৪। সিংগাইর পৌরসভায় শিশুদের চিত্ত বিনোদনের জন্যে আধুনিক পৌর শিশু পার্ক নির্মান করবো ।

১৫। সিংগাইর পৌরসভায় যত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের নামের ফলক উন্মোচন নির্মান করবো ।

১৬। সিংগাইর পৌরসভার মধ্যে অবস্থিত দায়ের বাড়ীর খালকে আধুনিকরন করার লক্ষ্যে দুই পাড়ে বিনোদনের জন্যে পার্ক নির্মান করা হবে ।

১৭। পৌরসভার ৫,৮ ও ৯ নং ওয়ার্ডের সীমানাবর্তী ধলেশ্বরীর শাখা নদীর তীরে উন্নত রাস্তা নির্মান ও নদীতে শিশু বিনোদন উপযোগী স্পীড বোট ও অন্যান্য বিনোদন যোগ্য অডিটোরিয়াম তৈরির কাজ সম্পন্ন করবো ।

Scroll to Top