ক্রয় পরিকল্পনা

বর্তমান ক্রয় পদ্ধতিঃ-

 

  • সিংগাইর পৌরসভায় অল্প পরিসরে ষ্টেশনারী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় মালামাল কর্তৃপক্ষের যথাযথ অনুমোদনের ভিত্তিতে স্থানীয় দোকান থেকে ক্রয় করা হয়। পরবর্তীতে দোকান থেকে প্রাপ্ত বিল ভাউচারের মাধ্যমে যাচাইয়ান্তে বিল পরিশোধ করা হয়।
  • মধ্যম ব্যায়ের মালামাল যেমন- টেবিল, চেয়ার, কম্পিউটার, আলমারি, ফাইল কেবিনেট, পানির মালামাল, অন্যান্য ফার্নিচার কোটেশনের মাধ্যমে ক্রয় করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা 

 

  • দপ্তরের প্রয়োজনীয় স্টেশনারি ও অন্যান্য সকল মালামাল বাৎসরিকভাবে পরিকল্পনা ক্রয় করার পরিকল্পনা রয়েছে।  বড় পরিসরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্রয়ের পরিকল্পনাও রয়েছে।

ক্রয় পরিকল্পনা ২০২৩-২৪

 

purchase 23-24 final

Scroll to Top