নোটিশঃ
  • সিংগাইর পৌরসভার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম *** মোঃ তরিকুল ইসলাম (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ বর্তমান সিংগাইর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন *** তামাক নয় খাদ্য ফলান, ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর  ইহা যুব সমাজের জন্যে ব্যধী । আসুন ধূমপান ও তামাকজাত পণ্য থেকে দূরে থাকি সুন্দর পরিবেশ গড়ি ***

85223
0e70eb98-bff3-4e88-8a83-90a1865e3184
316e1a6c-76e0-4358-a9fe-667e4d045b71
previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow

“প্রারম্ভিকা”

সিংগাইর পৌরসভা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি পৌরসভা। পৌরসভাটি ‘খ’ শ্রেণির একটি পৌরসভা। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৮ কি.মি. দুরুত্বে মানিকগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকা জেলার পশ্চিম সীমানায় মানিকগঞ্জ জেলার ঠিক পূর্ব পার্শ্বে সিংগাইর পৌরসভাটি অবস্থিত। অক্টোবর ৩০, ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণার মাধ্যমে সিংগাইর পৌরসভা গঠিত হয় সিংগাইর পৌরসভা। ফেব্রুয়ারি ৮, ২০০২ সালে পৌরসভার প্রথম নির্বাচন ও শপথ গ্রহণের মাধ্যমে পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সিংগাইর পৌরসভার অবস্থান স্থানাঙ্ক: ২৩°৪৮′৪৩″ উত্তর ৯০°৯′৫″ পূর্ব । মোট আয়তন ১৬.৫৬ বর্গকিমি (৬.৩৯ বর্গমাইল) । ২০১১ এর তথ্য অনুযায়ী এর মোট জনসংখ্যা ৩৩,৩৮০ জন যার মধ্যে মহিলা ১৭২২২ জন এবং পুরুষ ১৬১৫৮ জন । বর্তমান মেয়র হিসেবে আছেন জনাব আবু নাঈম মোঃ বাশার যিনি সিংগাইর পৌরসভাকে ২০২৮ সালের মধ্যে গ্রিনসিটি করার লক্ষ্যে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন ।  সিংগাইর পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপুরে জন্মগ্রহন করেছিলেন একজন গুণী ব্যক্তিত্ব মানিকগঞ্জের গর্ব বিখ্যাত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সারাদেশের চার-পাঁচ জন পালাগান শিল্পীর মধ্যে একজন। সারা দেশেই এক নামে পরিচিত।

“মানচিত্রে সিংগাইর পৌরসভা”

ক্রমিক নংবিষয়বিস্তারিত
০১সূচনাসিংগাইর পৌরসভা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি পৌরসভা যার দূরত্ব রাজধানী ঢাকা থেকে মাত্র ১৮ কি.মি.। ঢাকা জেলার পশ্চিম সীমানায় মানিকগঞ্জ জেলার ঠিক পূর্ব পার্শ্বে সিংগাইর পৌরসভা অবস্থিত। অক্টোবর ৩০, ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণার মাধ্যমে সিংগাইর পৌরসভা গঠিত হয়। ফেব্রুয়ারি ৮, ২০০২ সালে পৌরসভার প্রথম নির্বাচন ও শপথ গ্রহণের মাধ্যমে পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় । বর্তমান প্রশাসক হিসেবে আছেন মোঃ তরিকুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ। 
 

০২

 

অবস্থান

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৮ কি.মি. দুরুত্বে মানিকগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকা জেলার পশ্চিম সীমানায় মানিকগঞ্জ জেলার ঠিক পূর্ব পার্শ্বে সিংগাইর পৌরসভাটি অবস্থিত।  ভৌগলিক অবস্থান স্থানাঙ্ক ২৩°৪৮′৪৩″ উত্তর ৯০°৯′৫″ পূর্ব
০৩ইতিহাসঅক্টোবর ৩০, ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণার মাধ্যমে সিংগাইর পৌরসভা গঠিত হয় সিংগাইর পৌরসভা। ফেব্রুয়ারি ৮, ২০০২ সালে পৌরসভার প্রথম নির্বাচন ও শপথ গ্রহণের মাধ্যমে পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
০৪পটভূমিসাধারণ তথ্যাবলী স্থাপিত= ২০০১ শ্রেণী= খ আয়তন= ১৬.৫৬ বর্গ কিঃ মিঃ ওয়ার্ড= ৯টি কাউন্সিলার= ১২ জন কর্মকর্তা/কর্মচারী= কর্মকর্তা ৪ জন এবং কর্মচারী ১০ জন হোল্ডিং সংখ্যা= প্রাইভেট – আবাসিক ৪৮১৪টি, প্রাইভেট – বাণিজ্যিক ৬০১টি এবং সরকারী- আবাসিক ২০টি মোট জনসংখ্যা = ৩০,৩০০ জন প্রায় শিক্ষা প্রতিষ্ঠান= সরকারী প্রাথমিক বিদ্যালয়= ৭টি সরকারী উচ্চ বিদ্যালয়= ৩টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ= স্কুল এবং কলেজ ১২টি সরকারী= কলেজ ২টি মাদ্রাসা[ কাওমি মাদ্রাসা ১টি এবং মাদ্রাসা ৬টি অবকাঠামো ও সরবরাহ সেবা= মোট রাস্তা সিসি/আরসিসি ২৫০.০০ কি.মি., এইচ বি বি ৫.০০ কি.মি., কার্পেটিং ৫০.০০ কি.মি. এবং কাঁচা ২৭ি.০০ কি.মি. মোট ড্রেন কাঁচা ড্রেন ৬.০০ কি.মি., প্রাইমারী খাল/ড্রেন ৬.০০ কি.মি., আরসিসি ড্রেন ১৫.০০ কি.মি., ব্রিক ড্রেন ২.৫০ কি.মি. এবং কাঁচা ২.০০ কি.মি.। ব্রীজ= ৬টি কালভার্ট= ২০টি ধর্মীয়= ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ= ৩৮টি মন্দির= ৮টি কবরস্থান= ১০টি শশ্মান ঘাট= ২টি ঈদগাহ মাঠ= ৬টি স্বাস্থ্য ও চিকিৎসা= সরকারী হাসপাতাল ২টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র= ইপিআই সেন্টার ২১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার= বেসরকারি ক্লিনিক ৭টি কসাইখানা= ২টি
০৫প্রশাসনিক এলাকামোট নয়টি ওয়ার্ড  ও ১৬.৫৬ বর্গ কি.মি জায়গায় নিয়ে এই পৌরসভাটি গঠিত হয়েছে।

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের নাম
০১১ নংনয়াডাংগী
০২২ নংআজিমপুর (অংশ)
০৩৩ নংআজিমপুর (অংশ)
০৪৪ নংচর-আজিমপুর (কাংশা)
০৫৫ নংগোলড়া
০৬৬ নংআংগারিয়া
০৭৭ নংগোবিন্দল
০৮৮ নংমধ্য সিংগাইর
০৯৯ নংকাশিমনগর
০৬জনসংখ্যার উপাত্ত২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই পৌরসভায় মোট ৩৩৩৮০ জন মানুষ বসবাস করে, যার মধ্যে মহিলা ১৭২২২ জন এবং পুরুষ ১৬১৫৮ জন ।
০৭শিক্ষা২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই পৌরসভার শিক্ষার হার শতকরা ৬৫। এই পৌরসভায় ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, ১টি কারিগরি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা ও ১টি কওমী মাদ্রাসা রয়েছে।

১।  সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় ।

২। সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ।

৩। সিংগাইর ডিগ্রী কলেজ ।

৪। জি. জি. মডেল হাই স্কুল ।

৫। আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬।  সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭। সিংগাইর এএন সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮। বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯। ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৮দর্শনীয় স্থানবিখ্যাত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার এর মাজার শরিফ, ধলেশ্বরী শাখা নদী ।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Scroll to Top